বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। সোমবারের (২৩ জানুয়ারি) এসব ঘটনায় নিহতদের মধ্যে দুই শিক্ষার্থীও রয়েছেন। খবর সিএনএন।
চীনা নববর্ষ উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে একটি নৃত্যানুষ্ঠানে বন্দুক হামলার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে সোমবার এমন ঘটনা ঘটলো। লস অ্যাঞ্জেলেসের ওই ঘটনায় নিহত হয়েছিলেন ১১ জন। সোমবারের ঘটনায় ক্যালিফোর্নিয়াতে সাত জন এবং আইওয়ায় দুই জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের দক্ষিণে অবস্থিত খামারে দু’টি গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে সাতজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।
অন্যদিকে আইওয়াতে ঝুঁকিপূর্ণ যুবকদের জন্য শিক্ষামূলক মেন্টরশিপ প্রোগ্রাম পরিচালনাকারী স্কুল স্টার্টস রাইট হিয়ারে গোলাগুলির দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন, যাদের দু’জনের অবস্থা গুরুতর।
ডেস মইনেস পুলিশ বিভাগের মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ‘নিহত দু’জনই ছাত্র। তারা হাসপাতালে মারা গেছে। এই ঘটনায় আহত তৃতীয় ব্যক্তি ওই স্কুলের একজন কর্মচারী এবং তার অবস্থা গুরুতর।’
বিএনএনিউজ/এইচ.এম।