21 C
আবহাওয়া
১১:২২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রামোসের গোলে পিএসজির বিশাল জয়

রামোসের গোলে পিএসজির বিশাল জয়

রামোস

বিএনএ স্পোর্টস ডেস্ক: পিএসজির হয়ে প্রথম গোল পেয়েছেন সার্জিও রামোস। ফ্রেঞ্চ লিগ ওয়ানে চতুর্থ ম্যাচ খেলতে নেমে গোলের দেখা পেলেন রিয়াল মাদ্রিদের সাবেক স্প্যানিশ ডিফেন্ডার। ফরাসি জায়ান্টরাও পেয়েছে বড় জয়। রেইমসকে তারা উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে।

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে বিরতিতে যাওয়ার আগে এগিয়ে যায় পিএসজি। ৪৪তম মিনিটে জাল খুঁজে নেন মার্কো ভেরাত্তি। ২০১৭ সালের পর লিগে এই প্রথম গোল পেলেন ইতালিয়ান মিডফিল্ডার।

৬২তম মিনিটে পিএসজির ব্যবধান দ্বিগুণ করেন রামোস। এর ৫ মিনিট পর আত্মঘাতী গোল হজম করে বসে রেইমস। ৭৫তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের পাসে পিএসজির বড় জয় নিশ্চিত করেন দানিলো।

এই ম্যাচ দিয়ে ফিরেছেন প্যারিসের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। ৬৩তম মিনিটে স্বদেশি সতীর্থ আনহেল দি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামেন তিনি। তবে এখনো মাঠের বাইরে পিএসজির আক্রমণভাগের আরেক বড় তারকা নেইমার।

এই জয়ে শিরোপা পুনরুদ্ধারে আরও একধাপ এগিয়ে গেল মাউরিসিও পচেত্তিনোর দল। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। দুইয়ে থাকা নিঁসের চেয়ে তাদের পয়েন্ট ব্যবধান ১১। ২৪ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে রেইমস।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ