বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে।
রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে দক্ষিণ বাকলিয়া হাজী মনছুর আলী রোডের নির্বাচনী অফিসে প্রচারণা চালানোর সময় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে। ভাঙচুর চালায় নির্বাচনি কার্যালয়ে থাকা চেয়ার টেবিলেও।
আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়ার অভিযোগ, ওয়ার্ডের বিএনপি মনোনীত প্রার্থী ইয়াছিন চৌধুরী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজিজুর রহমানের সমর্থকরা এ হামলা চালায়।
এ হামলায় ছয়জন আহত হয়েছেন। তারা হলেন- নুর আয়শা (৪০), ইশরাত জাহান (৪৫), হামিদা বেগম (৩০), রোজী আকতার (২২), কোহিনুর আকতার (৪৫) ও মো. মুরাদ (২৫)।
আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়া জানান, হামলার ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ দেয়ার পর থানা পুলিশ মামলা করতে বলেছে। তাই হামলায় আহত মো. মুরাদ বাদী হয়ে মামলা করার জন্য থানায় গেছে।
এই বিষয়ে জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন বলেন, দক্ষিণ বাকলিয়া হাজী মনছুর আলী রোডে নির্বাচনি অফিসে হামলার কথা শুনেছি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলার পর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিএনএনিউজ/মনির