16 C
আবহাওয়া
৬:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » সাভারে পৃথক স্থান থেকে দু’জনের মরদেহ উদ্ধার

সাভারে পৃথক স্থান থেকে দু’জনের মরদেহ উদ্ধার

সাভারে পৃথক স্থান থেকে দু’জনের মরদেহ উদ্ধার

বিএনএ,সাভার:সাভারে পৃথক জায়গায় দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার(২৪ জানুয়ারি) দুপুরে সাভারের বিরুলিয়ার শ্যামপুরের গোলাপগ্রাম ও আড়াপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।নিহত দুজনের নাম ফজলুল হক (৬০) ও পারভেজ হোসেন (২৩)। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীর মতিঝিলে যাওয়ার জন্য শনিবার বিকেলে ফজলুল হক মানিকগঞ্জের নিজ বাড়ি থেকে বের হন।তখন দুর্বৃত্তরা তাকে হাত বেঁধে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে বিরুলিয়ার শ্যামপুরের গোলামগ্রামে একটি নির্জন জায়গায় মরদেহ  ফেলে যায়। পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাকে কী কারণে হত্যা করা হয়েছে, বিষয়টি জানাতে পারেনি পুলিশ।

এদিকে সাভারের আড়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে পারভেজ হোসেন নামের (২৩) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।পরে রোববার দুপুরে  এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কী কারণে এই দুজনকে হত্যা করা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ