বিএনএ ডেস্ক : বলিউডের ভাইজান সালমান খান বিয়ের পিঁড়িতে না বসলেও তার বড় ভাই আরবাজ আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বিটাউনে জোর গুঞ্জন,২৪ ডিসেম্বর প্রসাধনশিল্পী শুরা খানকে ঘরোয়াভাবে বিয়ে করতে চলেছেন ৫৬ বছর বয়সী আরবাজ।বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে দুই পরিবারে। তবে তাঁদের বিয়েতে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও নিকটতম বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন।
বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন আর তাঁর মেয়ে রাশার ব্যক্তিগত প্রসাধনশিল্পী হলেন শুরা।আসন্ন ছবি ‘পাটনা শুক্লা’-এর সেটে আরবাজ আর শুরার প্রথম দেখা হয়েছিল বলে জানা গেছে। এরপর তাঁরা একে অপরের প্রেমে পড়েছিলেন।
বলিউড অভিনেতা তথা প্রযোজক আরবাজ খানের এটি দ্বিতীয় বিয়ে । ১৯৯৮ সালে মালাইকা অরোরাকে বিয়ে করেছিলেন আরবাজ। ১৯ বছরের দাম্পত্য সম্পর্ক ২০১৭ সালে শেষ হয়ে যায়। এই সাবেক দম্পতির আরহান খান নামে ২১ বছরের এক ছেলে রয়েছে।
এ দিকে মালাইকার সঙ্গে বলিউড নায়ক অর্জুন কাপুরের দীর্ঘদিনের সম্পর্ক। তাঁদের বিয়ে নিয়ে প্রায় সময় বলিউডে নানা গুঞ্জন শোনা যায়।
বিএনএ/ ওজি