19 C
আবহাওয়া
২:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে পিকআপ ভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

ধামরাইয়ে পিকআপ ভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

ধামরাইয়ে পিকআপ ভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

বিএনএ, সাভার: ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী আবির হাসান আকাশ নামে এক পুলিশ সদস্য নিহত হয়।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার বাথুলি ইফাদ অটোসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবির হাসান (২৫) ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের ডালিপাড়া গ্রামের মোঃ আয়ুব হোসেনের ছেলে। তিনি মানিকগঞ্জ সদর থানায় পুলিশ সদস্য (গাড়ী চালক) হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, বিকেলে ধামরাইয়ের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মানিকগঞ্জ কর্মস্থলের উদ্দেশ্য রওনা হন তিনি। এসময় পিছন থেকে আসা বেপরোয়া গতির একটি অজ্ঞাত পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোলরা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম জানান, অজ্ঞাত পিকআপ ভ্যানটি সনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। তার পরিবার এলে এ বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।

বিএনএ/ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ