22 C
আবহাওয়া
১১:০৭ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ট্রলি-অটোরিকশা সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ ২ জন নিহত

ট্রলি-অটোরিকশা সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ ২ জন নিহত


বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর চাটখিলে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইট ভর্তি ট্রলির মুখোমুখি সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে নোয়াখালীর চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের চাটখিল-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ১১নং পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রামনারায়নপুর গ্রামের মো. সোহাগের স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা সুলতানা আক্তার ও অটোরিকশা চালক পূর্ব শোশালিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ইদ্রিস মিয়া (৪০)।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সুলতানা আক্তারের প্রসব ব্যথা উঠলে সুলতানার মা সালেহা আক্তার তাকে নিয়ে ব্যাটারি চালিত একটি অটোরিকশাযোগে চাটখিল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে যাত্রা করেন। তাদের বহনকারী অটোরিকশাটি চাটখিল পৌরসভার ১১নং পুল এলাকায় পৌছার পর ইট ভর্তি একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই সুলতানা আক্তার ও অটোরিকশা চালক ইদ্রিস মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন সুলতানা আক্তারের মা সালেহা আক্তার (৬০)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম নয়ন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত এক অন্তঃসত্ত্বা নারী, অটোরিকশা চালক ও আহত অবস্থায় অপর এক নারীকে হাসপাতালে আনা হয়েছে। মৃত নারীর গর্ভের সন্তানও মারা গেছে। আহত নারীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রলিটি জব্দ করা হলেও চালক কৌশলে পালিয়ে গেছে। তাকে গেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ