বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. খাইরুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে এ ঘটনা ঘটে। খাইরুল ইসলাম হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, গোবরাকুড়া সীমান্ত দিয়ে মঙ্গলবার রাতে ভারত থেকে গরু আনার উদ্দেশে সীমান্ত অতিক্রম করতে গেলে ভারতের গাছুয়াপাড়া সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ-৫৫) টহলরত দল তাকে গুলি করে। পরে খাইরুলের পরিবারের লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোপনে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গত ২১ জুন একই সীমান্তে আব্দুল জলিল (২৬) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণ হারান।
বিএনএনিউজ/জেবি