40 C
আবহাওয়া
৩:২৮ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » ভুটানে আবারও লকডাউন ঘোষণা

ভুটানে আবারও লকডাউন ঘোষণা


বিএনএ, বিশ্ব ডেস্ক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) আবারও লকডাউনের ঘোষণা দিয়েছন ভুটান সরকার।

বুধবার (২৩ ডিসেম্বর) থেকে আগামী সাত দিন এই লকডাউন কার্যকর থাকবে।

এক সংবাদ বিজ্ঞাপ্তিতে দেশটি জানিয়েছে, ভুটানে আবারও জোন সিস্টেম চালু হচ্ছে। প্রতিটি জেলা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নাগরিকেরদের চলাচল ওই জোনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। আপাতত স্কুল-কলেজ বন্ধ থাকবে। আগামী সাতদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে প্রশাসন। তবে অত্যাবশ্যকীয় পণ্যের পরিষেবা চালু থাকছে।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ভুটানে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ৪৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩০ জন। তবে এ পর্যন্ত দেশটিতে করোনায় একজনেরও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ