21 C
আবহাওয়া
৯:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চান্দগাঁওয়ে ১০ জুয়া‌ড়ি আটক

চান্দগাঁওয়ে ১০ জুয়া‌ড়ি আটক

চান্দগাঁওয়ে ১০ জুয়া‌ড়ি আটক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী‌তে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১০ জুুয়া‌ড়ি‌কে আটক ক‌রে‌ছে চান্দগাঁও থানা পু‌লিশ। শ‌নিবার (২৩ ন‌ভেম্বর) থানা সূ‌ত্রে বিষয়টি নি‌শ্চিত করে বলা হ‌য়ে‌ছে, শুক্রবার রা‌তে চান্দগাঁও থানার খালাশী পুকুর পাড় সিকদার বাড়ি এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের আটক করা হয়।

এ সময় জুয়া খেলার সরঞ্জাম ৫২টি তাস ও নগদ ১ হাজার ৬৩৪ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হ‌লেন মো. মিরাজ (১৯), মো. রবিউল (২৪), মো. শাহীন (৩০), মো. শিপন (২৮), মো. মুন্না (২৫), মো. সাহাবুদ্দিন (৩৫), মো. জাহেদ (৩০), মো. ইউসুফ (৪২), মো. মফিজ (৫০) ও মো. মোজাহের (৩৫)।

পু‌লিশ জানায়, আটকদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় অধর্তব্য মামলা রুজু হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ