31 C
আবহাওয়া
১:৪৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » বাল্য বিয়েকে লাল কার্ড দেখালেন সহস্রাধিক কিশোরী

বাল্য বিয়েকে লাল কার্ড দেখালেন সহস্রাধিক কিশোরী

বাল্য বিয়েকে লাল কার্ড দেখালেন সহস্রাধিক কিশোরী

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শপথ ও লাল কার্ড প্রদর্শন করেছেন সহস্রাধিক কিশোরী।বুধবার(২৩ নভেম্বর) দুপুরে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বাল্যবিয়ে বিরোধী শপথ নেন ও লাল কার্ড প্রদর্শন করেন।

বাল্য বিবাহকে না বলি, সম্মুখ পানে এগিয়ে চলি এই প্রতিপাদ্য ধারণ করে উপজেলা প্রশাসনের আয়োজনে ও অন্যচিত্র উন্নয়ন সংস্থার সহায়তায় এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা।
এসময় আরও উপস্থিত ছিলেন অন্যচিত্রের কোষাধ্যক্ষ নাজিম উদ্দিন, গৌরীপুর থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলামসহ প্রমুখ।

শপথ শেষে শিক্ষার্থীদের মাঝে বাল্যবিয়ে বিরোধী তথ্য কার্ড বিতরণ করা হয়।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ