27 C
আবহাওয়া
১০:৪২ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » বেনেলাক্স-২৩ ডেলিগেট চেয়ারম্যান হলেন মিজানুর রহমান মজুমদার

বেনেলাক্স-২৩ ডেলিগেট চেয়ারম্যান হলেন মিজানুর রহমান মজুমদার

বেনেলাক্স-২৩ ডেলিগেট চেয়ারম্যান হলেন মিজানুর রহমান মজুমদার

বিএনএ, ঢাকা: আগামী বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ  নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং লুক্সেমবার্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এবং ডাচ-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট রোড শো ইন দ্যা বেনেলাক্স-২৩( Bangladesh Investment Road Show in the BENELUX-23)।

এ উপলক্ষে গঠিত ডিবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি “Trade Fair, Delegation & Event Management” এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ নিউজ এজেন্সির (বিএনএ) সম্পাদক ও ছাগলনাইয়ার কৃতি সন্তান জনাব মোঃ মিজানুর রহমান মজুমদার।

বেনেলাক্স-২৩ ডেলিগেট চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার গণমাধ্যমকে জানান,আগামী বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ  নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং লুক্সেমবার্গে BIDA এবং DBCCI যৌথভাবে আয়োজন করবে এই রোড শোটি। এই রোড শোর মূল উদ্দেশ্য ইউরোপীয় ব্যবসায়ীদের বাংলাদেশের সম্ভাব্য খাতে বিনিয়োগ, সরাসরি বিদেশী বিনিয়োগ (FDI) আকৃষ্ট করা, বেনেলাক্স অঞ্চলে বাংলাদেশী পণ্য এবং পরিষেবাগুলি অন্বেষণ ও প্রচার করা এবং বেনেলাক্স অঞ্চল থেকে উদীয়মান উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা।

ছবিতে দেখা যাচ্ছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসা বিডা’র নির্বাহী সদস্য, অতিরিক্ত সচিব মোঃ মতিউর রহমানের পেছনে দাঁড়ানো বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং ডিবিসিসিআইএর সভাপতি আনোয়ার শওকত আফসারের পেছনে ডাসবাংলার ডেলিগেট চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার।
ছবিতে দেখা যাচ্ছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসা বিডা’র নির্বাহী সদস্য, অতিরিক্ত সচিব মোঃ মতিউর রহমানের পেছনে দাঁড়ানো বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং ডিবিসিসিআইএর সভাপতি আনোয়ার শওকত আফসারের পেছনে ডাসবাংলার ডেলিগেট চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার।

বেনেলাক্স-২৩ ডেলিগেট চেয়ারম্যান বলেন, আমেরিকা থেকে আর্জেন্টিনা ও ব্রাজিল এই দুই দেশ গুলোতে বেনেলাক্সের প্রতিনিধিরা বাংলাদেশের ১০০টির অধিক বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইকোনমিক জোন ইনভেস্টমেন্ট করতে আগ্রহী করার জন্য সেমিনার করা হবে। এই ইভেন্টগুলোতে প্রায় ১৫ জন সরকারি সচিব,অতিরিক্ত সচিব ও বিভিন্ন সংস্থার চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তাগণ।

এতে আরো কৃষি ও কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ, অর্থ ও ব্যাঙ্কিং, ব্লু ইকোনমি এবং জলসম্পদ, হালকা ও ভারি প্রকৌশল, রপ্তানি, আইসিটি, বিভিন্ন যন্ত্রপাতি যেমন, গাড়ি, চিকিৎসা, পেট্রোলিয়াম, টেক্সটাইল, পাট, চামড়া ও চামড়াজাত পণ্য ইত্যাদি খাতে সংশ্লিষ্ট আগ্রহী ব্যবসায়ি ও শিল্পপতিগণ প্রতিনিধি দল হিসেবে যুক্ত হবার সুযোগ রয়েছে।
ছবিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সেক্রেটারি) জনাব লোকমান হোসেন মিয়া (বামে),
ডাচ-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই)স্ট্যান্ডিং কমিটি “Trade Fair, Delegation & Event Management” এর চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান মজুমদার(ডানে)

এতে আরো কৃষি ও কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ, অর্থ ও ব্যাঙ্কিং, ব্লু ইকোনমি এবং জলসম্পদ, হালকা ও ভারি প্রকৌশল, রপ্তানি, আইসিটি, বিভিন্ন যন্ত্রপাতি যেমন, গাড়ি, চিকিৎসা, পেট্রোলিয়াম, টেক্সটাইল, পাট, চামড়া ও চামড়াজাত পণ্য ইত্যাদি খাতে সংশ্লিষ্ট আগ্রহী ব্যবসায়ি ও শিল্পপতিগণ প্রতিনিধি দল হিসেবে যুক্ত হবার সুযোগ রয়েছে।

আরও পড়ুন : ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে রোড শো BENELUX-2023

 

বিএনএ/নিজাম, এমএফ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ