বিএনএ, চট্টগ্রাম : জাল টাকা তৈরি করে দুর্গোৎসবের সময় চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন বাজারে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. দিদারুল আলম (৫০) নামে জাল টাকা চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে র্যাব । রোববার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
দিদারুল ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহরের মৃত বজল আহম্মদ এর ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করে ১ হাজার টাকার নোট সম্বলিত ৮০ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
র্যাব-৭ জানায়, শারদীয় দুর্গাপূজার সময় মানুষের ক্রয়-বিক্রয় বৃদ্ধির সুযোগে প্রতারকদের প্রস্তুতকৃত জাল টাকাগুলো আসল টাকা হিসেবে চালিয়ে দিয়ে অতিরিক্ত মুনাফা অর্জনই ছিলো টাকা জাল চক্রটির মূল লক্ষ্য। চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।
গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত জাল টাকাসহ বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএ/রেহানা,ওজি