24 C
আবহাওয়া
১১:০০ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

কাপ্তাইয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন


বিএনএ, রাঙামাটি : ডিজিটাল নিরাপত্তা আইন ও ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের নানা ভাবে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মিথ্যা মামলায় দেওয়া হচ্ছে। এই কালো আইন বাতিল করে সত্য সংবাদ প্রকাশে সাংবাদিকদের স্বাধীনতা দিতে হবে। মানববন্ধনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের পাশাপাশি ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি মো. আজগর খান, সাংবাদিক অর্ণব মল্লিক, সংগঠক আদনান সরোয়ার সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। মানববন্ধনে সংবাদকর্মী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিরা সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন পার্বত্য রাঙামাটি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার। এ সময় সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির মামলাটি আমলে নিয়ে পিবিআইকে আগামী ১৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বিএনএ/কাইমুল,এমএফ

Loading


শিরোনাম বিএনএ