21 C
আবহাওয়া
১২:০৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চবির ১৪টি আবাসিক হলে নতুন প্রভোস্ট

চবির ১৪টি আবাসিক হলে নতুন প্রভোস্ট

চবির ১৪টি আবাসিক হলে নতুন প্রভোস্ট

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৪টি আবাসিক হলে নতুন করে প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য তারা হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

ছেলেদের ৯টি হলে নিয়োগপ্রাপ্ত প্রভোস্টরা হলেন- ১.শাহজালাল হলে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হাসান, ২.শাহ্ আমানত হলে মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, ৩.সোহরাওয়ার্দী হলে দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, ৪.আলাওল হলে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন,৫. এএফ রহমান হলে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাছলিম উদ্দীন, ৬.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ৭.শহীদ আব্দুর রব হলে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী, ৮.অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন, ৯.মাস্টারদা সূর্যসেন হলে বন ও পরিবেশ বিজ্ঞান ইনিস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ শামসুল হুদা।

মেয়েদের ৫টি হলে নিয়োগপ্রাপ্ত প্রভোস্টরা হলেন-১. প্রীতিলতা হলে আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন চৌধুরী, ২.শেখ হাসিনা হলে আইন বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আফরোজ,৩. শামসুর নাহার হলে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক,৪. খালেদা জিয়া হলে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. সোনিয়া হক,৫. শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এসএম রফিকুল ইসলাম।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের তোপের মুখে গত ১০ আগস্ট সব কয়েকটি হলের প্রভোস্টরা পদত্যাগ করেন।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ