16 C
আবহাওয়া
৪:৪৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » কেন্দুয়ায় বজ্রপাতে মাদরাসা ছাত্রের মৃত্যু

কেন্দুয়ায় বজ্রপাতে মাদরাসা ছাত্রের মৃত্যু

বজ্রপাত

বিএনএ, নেত্রকোণা : নেত্রকোণার কেন্দুয়ায় বড়শি দিয়ে বাড়ির সামনের নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রিফাত মিয়া (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও গ্রামের পাটেশ্বরী নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

রিফাত মিয়া স্থানীয় বালাইশিমুল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রতন মিয়ার ছেলে এবং একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রিফাত মিয়া বড়শি নিয়ে বাড়ির সামনে পাটেশ্বরী নদীতে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি শুরু হয়। এ সময় নদীর পাড় থেকে দৌড়ে এসে কাছে থাকা একটি আম গাছের নিচে আশ্রয় নেয়। এই মূহুর্তেই বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। স্থানীয়রা উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বলাইশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

বিএনএ/ ফেরদৌস আহমাদ বাবুল, ওজি/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ