চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি শোধনাগার নির্মাণ প্রকল্পে পানি সরবরাহের জন্য স্থাপন করা হয় পাইপলাইন জলাধার (রিজার্ভার)। কয়েকমাস আগে পাইপলাইনের জলাধারের ঢাকনাটি চুরি হয়ে যায়। জলাধারের মুখটি এভাবে খোলা থাকার কারণে অসতর্কতায় ঘটে যেতে পারে মারাত্মক কোনো দুর্ঘটনা।
খেলতে গিয়ে শিশুরা পড়ে যাবার আশংকা রয়েছে। ঝুঁকিতে রয়েছে এ সড়কে রাতের আঁধারে চলাচলকারী পথচারী ও বিভিন্ন যানবাহন। এ বিষয়ে এখন পর্যন্ত ওয়াসা কর্তৃপক্ষের কোন ভ্রুক্ষেপ নেই বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলীর শরৎ সেন সড়ক থেকে তোলা। -বাবর মুনাফ (বিএনএনিউজ)/এইচ এ মুন্নী