22 C
আবহাওয়া
১:৩৯ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » কলকাতাকে ১৫৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিল মুম্বাই

কলকাতাকে ১৫৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিল মুম্বাই

কলকাতাকে ১৫৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিল মুম্বাই

বিএনএ,স্পোর্টসডেস্ক : আইপিএলের ৩৪ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১৫৬ রানের টার্গেট দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স । বৃহস্পতিবার ( ২৩ সেপ্টেম্বর) আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ।

টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুৃই টপ অর্ডার। তাদের বিদায়ের পর মিডল অর্ডাররা ব্যর্থ হয় রানের চাঁকা সচল রাখতে।শেষে পোলার্ড ও ক্রণাল পান্ডিয়ার ব্যাটিংয়ে দেড়শর গন্ডি পার করে রহিত শর্মার দল।

উদ্বোধনী জুটিঁতে ৭৮ রান সংগ্রহ করে রাহুল শর্মা ও কুইন্টন ডি কক।৩৩ রান করা রাহুলকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গে সুনীল নারায়ণ।সূর্যকুমার যাদব নেমেই ৫ রানে আউট হয় প্রসিদ কৃষ্ণের বলে।

৫৫ রান করার পর কুইন্টন ডি ককও শিকার হয় প্রসিদের।এরপর ব্যাট করতে নেমে ১৩ বলে ১৪ রান করে ফার্গুসনের শিকার হয় ঈশান কিশান।

পোলার্ড ও ক্রণাল পান্ডিয়ার ৩০ রানের জুটিতে দলীয় রান দাড়ায় ১৪৯ । শেষ ওভার করতে আসা ফার্গুসনের দ্বিতীয় বলে ২১ রান করে রান আউটের ফাঁদে পড়ে কাইরণ পোলার্ড। তার পরে বলে আয়ারের হাতে ক্যাচ দিয়ে ফিরে ক্রণাল ।৯ বলে এক ছক্কায় ১২ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার।

শেষে সৌরভ তিওয়ারির ৫ ও মিলনের ১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে মুম্বাই ।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ