16 C
আবহাওয়া
১০:৩৯ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহত

ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহত

ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছেন। মস্কোর টাভার অঞ্চলে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে তিনিসহ আরও নয় জন নিহত হয়েছেন।

রাশিয়ার বার্তা সংস্থা TASS জানিয়েছে যে, ওয়াগনার ভাড়াটে গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বোর্ডে থাকা যাত্রীদের মধ্যে ছিলেন।

খবরে বলা হচ্ছে , মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী একটি বেসরকারী এমব্রেয়ার লিগ্যাসি বিমান টারভার অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে বিধ্বস্ত হয়। বোর্ডে ৩ জন ক্রু সদস্য সহ ১০ জন ছিলেন। প্রাথমিক তথ্য অনুসারে, বোর্ডে থাকা সকলেই মারা গেছেন।

গত জুন মাসে রাশিয়ায় ব্যর্থ বিদ্রোহের পর থেকে অনেকটা অন্তরালেই ছিলেন ৬২ বছর বয়সী ইয়েভগিনি প্রিগোজিন। ঠিক দুমাস পর গত সোমবার তিনি এক ভিডিওতে আবির্ভূত হন।

ওয়াগনার গ্রুপের টেলিগ্রাম চ্যানেলগুলোতে পোস্ট করা ওই ভিডিওতে প্রিগোজিনকে দেখা যায় যুদ্ধের সাজপোশাকে। তাকে বলতে শোনা যায়, আফ্রিকাকে তারা ‘আরও মুক্ত’ করছেন।

বিভিন্ন দেশের জন্য ভাড়াটে হয়ে কাজ করা এই মিলিশিয়া বাহিনীর হাজারো যোদ্ধা আফ্রিকা মহাদেশে রয়েছে বলে মনে করা হয়। সেখানে তাদের লাভজনক ব্যবসায়ীক স্বার্থ রয়েছে।

প্রিগোজিনের সৈন্যরা মালি ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকসহ বিভিন্ন দেশে রয়েছে। এসব দেশে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলছে জাতিসংঘসহ মানবাধিকার গোষ্ঠীগুলো।

বিএনএনিউজ২৪/এইচ.এম,জিএন।

Loading


শিরোনাম বিএনএ