29 C
আবহাওয়া
৬:৪২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চন্দনাইশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা

চন্দনাইশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা

বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা

বিএনএ, চন্দনাইশ(চট্টগ্রাম):  চন্দনাইশ উপজেলার উপজেলার বাজারে রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার(২৩ আগস্ট) সকালে উপজেলা সংলগ্ন বাজার ও গাছবাড়ীয়া কলেজ গেইট এলাকায় অভিযানে চার দোকানদারসহ একটি খাবারের হোটেল মালিককে কে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন ধারায় মের্সাস হাকিম স্টোর, মের্সাস খুইল্ল্যা মিয়া স্টোর, নজরুল স্টোর, আজমীর স্টোরকে সেবা পণ্যের মূল্য তালিকা না থাকায় প্রত্যেকে ১হাজার টাকা করে মোট ৪হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন করায় শাহ আমিন হোটেলকে ৫হাজার টাকাসহ সর্বমোট ৯হাজার টাকা জরিমানা করেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

এই সময় চন্দনাইশ থানা পুলিশের একটি দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরসহ উপজেলা আনসারের সদস্যরা সহযোগিতা করেন।  জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক জানিয়েছেন।

আরও পড়ুন :  সাতকানিয়ায় বেশি দামে পণ্য বিক্রি, ৬ ব্যবসায়ীকে জরিমানা

বিএনএনিউজ২৪, মোঃ আবু তাহের, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ