33 C
আবহাওয়া
৯:৩১ অপরাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » জাবিতে সাংবাদিক নির্যাতনের বিচার দাবিতে মানববন্ধন

জাবিতে সাংবাদিক নির্যাতনের বিচার দাবিতে মানববন্ধন


বিএনএ, জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) প্রতিনিধি আসিফ আল মামুনের উপর ছাত্রলীগ কর্তৃক মারধর ও লাঞ্ছনার বিচার দাবিতে মানবনন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। বুধবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

মানববন্ধনে দৈনিক ইত্তেফাক পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা৷  আমরা দেখেছি বিগত কয়েকবছর ধরে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে এবং সেখানে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা জড়িত থাকে। কিন্তু এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গড়িমসি দেখা যাচ্ছে। তারা জড়িতদের সবাইকে শাস্তি না দিয়ে গুটি কয়েকজনকে শাস্তি দিয়ে দায়মুক্তি নিচ্ছে। শুধু সাংবাদিক নির্যাতনের ক্ষেত্রে নয়, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে নির্যাতনের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন গড়িমসি দেখা যায়। তারা কার্যকর কোনো ভূমিকা নেয় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে।

সাংবাদিক নির্যাতনকে ফ্যাসিবাদী কর্মকাণ্ড বলে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম বলেন, আমরা একটা ফ্যাসিবাদী সমাজে আছি, যেখানে ভীন্নমতকে সহ্য করা হয় না৷ বর্তমানে ক্ষমতাসীন ছাত্রসংগঠন বেপোরায়া হয়ে উঠেছে৷ তাদের অপকর্ম নিয়ে কেউ কথা বললে তার ওপর চড়াও হচ্ছে। সাংবাদিক নির্যাতনের ঘটনাও ফ্যাসিবাদীর নামান্তর। এ ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন লোক দেখানো তদন্ত কমিটি গঠন করেছে। আদৌ বিচার হবে কিনা তা নিয়ে আমরা শঙ্কিত। তবুও আমরা আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে৷

মানববন্ধনে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, ছাত্রলীগের অপকর্ম, গেস্টরুম-গণরুম সংস্কৃতির বিরুদ্ধে সবসময় সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা রেখেছে৷ তাঁরা সংবাদ প্রকাশের মাধ্যমে তাদের অপকর্ম তুলে ধরেছে, যার কারণে সাংবাদিকরা এখন ছাত্রলীগের টার্গেটে পরিণত হয়েছে৷ সর্বশেষ আসিফ আল মামুনের ওপর ছাত্রললীগের নেতাকর্মীরা নির্যাতন করেছে৷  সাংবাদিক নির্যাতনে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতে হবে৷ কিন্তু যদি বিচার না হয়, তাহলে ছাত্র ইউনিয়ন দুর্বার আন্দোলন গড়ে তুলবে৷

মানববন্ধনে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসিব সোহেলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা৷

বিএনএ/ সানভীর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ