19 C
আবহাওয়া
২:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বরিশালে জামায়াতের ৪ নেতাকর্মী আটক

বরিশালে জামায়াতের ৪ নেতাকর্মী আটক

বরিশালে জামায়াতের ৪ নেতাকর্মী আটক

বিএনএ, বরিশাল: ব‌রিশাল নগরীতে মি‌ছিল শুরুর আগে জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীকে আটক করেছে পু‌লিশ। নগ‌রীর রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকা থেকে বুধবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব‌রিশাল নগ‌রীর কাউ‌নিয়া হাউ‌জিং এলাকার বা‌সিন্দা সুলতান হাওলাদার, রুপাতলী শেরে বাংলা সড়কের মিজানুর রহমান সালাম, সোনা মিয়ার পুল এলাকার না‌ছির উদ্দিন ও বরিশাল মেট্রোপ‌লিটনের বন্দর থানার চর পত্ত‌নিয়া গ্রামের আল মুঈন।

কোতোয়া‌লি মডেল থানার এসআই আরাফাত হাসান বলেন, ‘নগ‌রীর রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকায় অনুম‌তি ছাড়া মি‌ছিল শুরুর চেষ্টা করে জামায়াত কর্মীরা। পু‌লিশ ধাওয়া দিয়ে চার জামায়াত নেতা-কর্মীকে আটক করে।’ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তাদের বিরুদ্ধে আইনি ব‌্যবস্থা নেয়া হবে বলেও জানান তি‌নি।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল,বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ