34 C
আবহাওয়া
১:২৫ অপরাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » পরীক্ষায় অসদুপায় অবলম্বন, নোবিপ্রবির ৫ শিক্ষার্থী বহিষ্কার

পরীক্ষায় অসদুপায় অবলম্বন, নোবিপ্রবির ৫ শিক্ষার্থী বহিষ্কার

পরীক্ষায় অসদুপায় অবলম্বন, নোবিপ্রবির ৫ শিক্ষার্থী বহিষ্কার

বিএনএ, নোবিপ্রবি: পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ২১ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃতদের মধ্যে দুইজনকে এক বছর এবং তিনজনকে এক সেমিস্টার (৬ মাস) করে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও উক্ত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সেমিস্টারের সব পরীক্ষা বাতিল করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের ফুয়াদ আল রাফি (ছয়মাস), এমআইএস বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের ইসরাত জাহান (ছয়মাস), শিক্ষা বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের সুবর্ণা ফেরদৌস (একবছর), সিএসটিই বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের স্বর্ণা সাহা (ছয়মাস), আইএসএলএম বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের সাবরিনা সুলতানা (একবছর)।

বিএনএনিউজ/শাফি মাহবুব,বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ