27 C
আবহাওয়া
১২:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » শিক্ষিকা ঘরে, ক্লাস নেন ইলেকট্রিক মিস্ত্রি স্বামী!

শিক্ষিকা ঘরে, ক্লাস নেন ইলেকট্রিক মিস্ত্রি স্বামী!

শিক্ষিকা

বিএনএ বিশ্ব ডেস্ক: ‘প্রধান শিক্ষিকা অসুস্থ। তাই স্কুলে আসতে পারছেন না। তার বদলে স্কুলে ক্লাস করাচ্ছেন প্রধান শিক্ষিকার স্বামী। এর প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের দেগঙ্গার খেঁজুরডাঙায় স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। শুধু তাই নয়, অভিভাবকদের অভিযোগ, স্কুলে মিড ডে মিলের মান অত্যন্ত খারাপ। রক্ষণাবেক্ষণের কাজও ঠিকমতো হয় না।’

সোমবার (২৩ আগস্ট) প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এসময় অভিযুক্ত ওই ব্যক্তিকে আটকে রেখে বিক্ষোভ করেন তারা।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে প্রতিষ্ঠা হয় খেঁজুরডাঙার এ প্রাথমিক স্কুলটি। সেই সময় স্কুলে মোট চারজন শিক্ষিকা ছিলেন। দুজন অবসর নেওয়ায় বর্তমানে দুজন শিক্ষিকা আছেন। স্কুলের প্রায় ৭০ জন ছাত্র-ছাত্রীর পাঠদান তাদের কাঁধেই।

কিন্তু অভিভাবকদের অভিযোগ— প্রধান শিক্ষিকার দায়িত্বে থাকা ফিরোজা বিবি দীর্ঘদিন স্কুলে আসেন না। তার পরিবর্তে স্কুলে এসে পড়ান ফিরোজার স্বামী পেশায় ইলেকট্রিক মিস্ত্রি শহিদুল ইসলাম বিশ্বাস। তার নির্দেশে পড়ুয়াদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে বলে জানান অভিভাবকেরা। প্রতিবাদ করলে শহিদুল হুমকি দেয় বলেও জানান।

স্থানীয় বাসিন্দা মোস্তাকিম রহমান বলেন, ‘বেশ কিছুদিন ধরেই দেখছি, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি এক ব্যক্তি স্কুলে পড়াচ্ছেন। তিনি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার স্বামী। নকল শিক্ষক স্কুলে পড়াবেন, এটা চলতে পারে না।’

একজন অভিভাবক কাজল বিবি বলেন, ‘নকল শিক্ষকই স্কুলে পড়ান। স্কুলের মিড ডে মিলের ব্যাপারেও নাক গলান। পড়ুয়াদের নিম্নমানের খাবার দেন। প্রতিবাদ করলে হুমকিও দেন।’ এ দিন প্রায় ঘণ্টা দুয়েক আটকে রাখার পর ছাড়া হয় শহিদুলকে।

স্ত্রীর হয়ে প্রক্সি দেওয়ার কথা স্বীকার করে নেন শহিদুল। তবে তার দাবি, তিনি নিয়মিত স্কুলে আসেন না। স্ত্রী মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়লে তিনি পড়াতে আসেন। এটা যে নিয়মবিরুদ্ধ, তাও মেনে নেন সইদুল। তবু কেন তিনি স্কুলে আসেন, জানতে চাওয়া হলে সদুত্তর মেলেনি।

দেগঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষা অফিসার পারভেজুর রহমান বিশ্বাস বলেন, ‘ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার স্বামী আজ মিড ডে মিলের খাবার দিতে গিয়েছিলেন বলে শুনেছি। সেই সময়ে এলাকাবাসী বিক্ষোভ দেখান এবং তাকে আটকে রাখেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ