25 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৩, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেনে রাশিয়ার আক্রমন: ৭০ হাজার রুশ ও ৯ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত

ইউক্রেনে রাশিয়ার আক্রমন: ৭০ হাজার রুশ ও ৯ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত

নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ জার্মানি-অস্ট্রিয়ার

ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমন শুরুর পর হতে এ পর্যন্ত ৬ মাসে ৭০ হাজার রুশ ও ৯ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে বলে বেসরকারিভাবে সংবাদ মাধ্যম জানিয়েছে। খবর আল জাজিরার।

ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ ভ্যালিরি জালুঝানি সোমবার জানান, ইউক্রেনে রাশিয়ার হামলায় এ পর্যন্ত প্রায় ৯ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে।। তাদের সন্তানদের পরিচর্যার প্রয়োজন।

এরআগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক দাবি করেছেন ,ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে প্রতিদিন ১০০ থেকে ২০০ জন সেনাসদস্যকে হারাতে হচ্ছে।

এই যুদ্ধের সময় রাশিয়ার কতজন সৈন্য নিহত হয়েছে তা জানা যায়নি। তবে দুই সপ্তাহ আগে মার্কিন সামরিক কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ইউক্রেনে রাশিয়া ৭০ হাজার থেকে ৮০ হাজার সৈন্য হারিয়েছে। তারা হয় নিহত হয়েছে, কিংবা আহত হয়েছে। তবে এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

জাতিসংঘের দেয়া তথ্যে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়অর হামলায় ৫,৫৮৭ বেসামরিক লোক নিহত এবং ৭,৮৯০ জন আহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরো বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: পুতিন কী সত্যিই অসুস্থ!

বিএনএনিউজ২৪,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ