21 C
আবহাওয়া
১২:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত মরদেহ উদ্ধার 

রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত মরদেহ উদ্ধার 

রোহিঙ্গা

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়ার বাইরে মাটি চাপা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-৪ এক্সটেনশনের কাঁটাতারের বাইরে কালমারছড়া গহীন পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় ছিদ্দিক নামক এক ব্যক্তি মাঠ থেকে গরু আনতে গিয়ে মাটি চাপা দেওয়া মরদেহের হাত দেখতে পেয়ে উখিয়া থানা পুলিশকে জানায়। উখিয়া থানার এসআই আব্দুল ওয়াহেদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৪ এক্সটেনশনের বাহিরে কালমারছড়া গহীন পাহাড়ে মাটি চাপা দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। আমরা এই মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, মরদেহটি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/শাহিন/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ