Bnanews24.com
Home » ফিন্যান্সকে বিধ্বস্ত করে ফাইনালে দর্শন
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষা সব খবর

ফিন্যান্সকে বিধ্বস্ত করে ফাইনালে দর্শন

বিএনএ, জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তঃবিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগকে ৩৬-২১ পয়েন্ট ব্যবধানে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট কাটে দর্শন বিভাগ। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে দর্শন বিভাগ ২১-৮ পয়েন্ট ব্যাবধানে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে এ ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩৬-২১ পয়েন্টে।

দর্শন বিভাগের হয়ে ২৪ পয়েন্ট করে দর্শন ৪৮ ব্যাচের শিক্ষার্থী সান্জু সজিব। এছাড়া দলের হয়ে সাইদুল হাসান সোহান (৪৭) ৬ পয়েন্ট, তানজীর আহমেদ মেহেদী (৪৫) ২ পয়েন্ট ও মো. মাহফুজুর জামান (৪৮) করে ২ পয়েন্ট। অন্যদিকে ফিন্যান্স বিভাগের হয়ে মো. রাফি রহমান (৪৮) ১৩ পয়েন্ট, ফাহিম তাজুয়ার সারফি (৪৭) ৪ পয়েন্ট ও রাগিব হাসান রোদেল (৪৯) করে ২ পয়েন্ট।

বিএনএ/সানভীর, এমএফ