32 C
আবহাওয়া
১:৩৪ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » মোবাইল কেড়ে নেয়ায় বাবা-মা-বোনকে হত্যা!

মোবাইল কেড়ে নেয়ায় বাবা-মা-বোনকে হত্যা!


বিএনএ, ডেস্ক : ব্রাজিলে মোবাইল কেড়ে নেওয়ায় বাবা, মা এবং বোনকে হত্যা করেছে এক কিশোর। দেশটির সাও পাওলো রাজ্যে স্থানীয় সময় শুক্রবার ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ওই কিশোরের কাছ থেকে তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল। এই ক্ষোভে সে তার পরিবারের তিন সদস্যকে হত্যা করেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, এই খবর সামনে এসেছে গত সোমবার। স্থানীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই কিশোর নিজেই পুলিশকে ডেকে এই হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে।

তদন্ত সংস্থার প্রধান রবার্টো আফোনসো বলেন, ওই কিশোরকে দত্তক নেওয়া হয়েছিল। পালক বাবা-মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি এবং ঝগড়ার পর তার মোবাইল কেড়ে নেওয়া হয়। এতে সে খুব ক্ষুব্ধ হয়ে ওঠে।

পুলিশ জানায়, ওই কিশোরের বাবার বয়স ৫৭ বছর এবং মায়ের বয়স ৫০ বছর। রবার্টো আফোনসো বলেন, আমাদের বুঝতে হবে যে, এটা কোনো ধরনের মানসিক অস্থিরতার সঙ্গে সম্পর্কিত ছিল কি না।

এই ঘটনায় আরও কেউ সম্পৃক্ত ছিল কি না সে বিষয়টিও তদন্ত করছে পুলিশ।

বিএনএ/ ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ