বিএনএ, রাজবাড়ি: ঝড়ের কারণে পদ্মা উত্তাল হয়ে ওঠায় নৌ দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টা থেকে রাজবাড়ির দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে সকল লঞ্চ চলাচল বন্ধ রয়েছ। এদিকে লঞ্চ বন্ধ থাকলেও ওই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডাব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক মো. আফতাব হোসেন লঞ্চ চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদীর পানি উত্তাল হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে নৌ দুর্ঘটনা এড়াতে বিকেল সাড়ে ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আবহাওয়া ও নৌপথ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান। মঙ্গলবার বিকেল পৌনে ৬টা পর্যন্ত সেখানে লঞ্চ চলাচল শুরু করা হয়নি।
এদিকে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, এই নৌ রুটে লঞ্চ বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বিএনএনিউজ/বিএম