বিশ্ব ডেস্ক : বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আশঙ্কা প্রকাশ করেছেন, এ সপ্তাহে তাকে হয়তো আবার গ্রেপ্তার করা হবে এবং অক্টোবরে হয়তো দেশটিতে নির্ধারিত সাধারণ নির্বাচন হবে না।
সোমবার(২২ মে ২০২৩) ওই সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানান, তার জীবন নিয়েও শঙ্কায় রয়েছেন। তার চেয়ে বড় আশঙ্কা পাকিস্তানে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে।
ইমরান খান তার লাহোরের বাড়ি থেকে বিবিসির মিশাল হোসেনকে এই সাক্ষাৎকার দেন।
তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, এই সংকটের সমাধান কিভাবে হবে?
জবাবে ইমরান খান বলেন, এই সংকট সমাধানের উপায় একটাই- একটি অবাধ ও মুক্ত নির্বাচন। এই নির্বাচন পাকিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসবে।
আর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারলেই কেবল অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব।
আর এখন এই রাজনৈতিক অস্থিরতার কারণে কেউই আসলে জানে না, দেশ এখন কোন দিকে যাচ্ছে।
পাকিস্তানে এই চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে গত প্রায় ১০ দিন ধরে। পাকিস্তানে ইমরান খানের দল পিটিআই’র হাজার হাজার সমর্থক এখন জেলেখানায় বন্দী। ইমরান খানকে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর এরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে পড়েছিলেন।
বিএনএ,জিএন