বিএনএ, চট্টগ্রাম : জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজাহার। সোমবার রাত ১০টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
আসামি পক্ষের আইনজীবী আব্দুস সাত্তার বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর বিভিন্ন থানায় হারুন ইজাহারের বিরুদ্ধে মোট ২৬টি মামলা ছিল। সবগুলো মামলায় তিনি ইতোমধ্যে জামিন পেয়েছেন। এর ফলে তাকে মুক্তি দেয়ার ক্ষেত্রে কোনো বাধা ছিল না।
উল্লেখ্য, ২০২১ সালের মার্চে নরেন্দ্র মোদির সফরের সময় হাটহাজারীতে হেফাজতের ‘তাণ্ডবের’ ঘটনায় মুফতি হারুন ইজহারের বিরুদ্ধে ১১টি মামলা করে পুলিশ। পরে ওই বছরের ২৯ এপ্রিল রাতে চট্টগ্রাম শহরের জমিয়তুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
বিএনএনিউজ/এইচ.এম।