28 C
আবহাওয়া
৭:১৪ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » মাঙ্কিপক্স রোগী শনাক্তের তথ্য গুজব: বিএসএমএমইউ

মাঙ্কিপক্স রোগী শনাক্তের তথ্য গুজব: বিএসএমএমইউ

মাঙ্কিপক্স নিয়ে গুজব ছড়ানো হচ্ছে

বিএনএ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ’তে মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে গুজব ছড়ানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

সোমবার (২৩ মে) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানান বিএসএমএমইউ উপাচার্য। বিষয়টিকে গুজব উল্লেখ করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো একটি পক্ষ এমন গুজব ছড়িয়েছে।

তারা জানায়, সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আসিফ ওয়াহিদের বরাত দিয়ে সর্বপ্রথম এমন গুজব ছড়ানো হয়। এরপর বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি ছড়িয়ে পড়ে।

বিবৃতিতে জানানো হয়, ডা. আসিফ ওয়াহিদ বিএসএমএমইউ’র ইউরোলজি বিভাগের চলতি বছর মার্চের ভর্তিকৃত রেসিডেন্ট। তিনি ৩৯ বিসিএস থেকে স্বাস্থ্য ক্যাডার হিসেবে চাকুরিতে যোগ দেন।

বিএসএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ জানান, মাঙ্কিপক্স রোগ নিয়ে এতো দুশ্চিন্তা করার কিছু নেই। তবে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শনিবার দেশের সকল বন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ