18 C
আবহাওয়া
১২:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ঝিনাইদহে তালের শাঁস বিক্রির ধুম

ঝিনাইদহে তালের শাঁস বিক্রির ধুম


বিএনএ, ঝিনাইদহঃ ঝিনাইদহের এই গরমে সর্বত্রই তালের শাঁস বিক্রি হচ্ছে। অত্যান্ত সুস্বাদু ও হাতের নাগালে পাওয়ায় সকল শ্রেণির লোকজন এই তালের শাঁস ক্রয় করে খাচ্ছেন। গাছের মালিকরা ভাল দাম পাওয়ায় পাঁকার আগেই গাছ থেকে তাল বিক্রি করে দিচ্ছেন।

তালের শাঁস বিক্রেতা উপজেলার মুরুটিয়া গ্রমের শরিফুল জানান, সে প্রতিদিন চারশত থেকে পাঁচশত তাল বিক্রি করেন। উপজেলায় তার মতো অনেক ব্যক্তি তালের শাঁস বিক্রির সাথে জড়িত।

তিনি আরও জানান, প্রায় ১৫ বছর ধরে এ ব্যবসা করছি। তাল গাছ সাধারণত কেউ রোপন করে না। কিন্তু বিভিন্ন প্রয়োজনে তাল গাছ কাটা হলেও বীজের অভাবে রোপন করা হচ্ছে না। এর ফলে দ্রুতই তালগাছ বিলিন হওয়ার আশঙ্কা রয়েছে। পরিকল্পিতভাবে তালের গাছ রোপন করা গেলে বজ্রপাতে এত লোক মারা যেত না।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ