19 C
আবহাওয়া
২:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » জোরারগঞ্জে দুর্ঘটনায় পিকআপের চালক-সহকারির মৃত্যু

জোরারগঞ্জে দুর্ঘটনায় পিকআপের চালক-সহকারির মৃত্যু

মিরসরাইয়ে ট্রাক-পিকআপ সংঘর্ষ,নিহত ২

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় পানবোঝাই একটি পিকআপ ভ্যান। এতে ওই পিকআপ ভ্যানের চালক ও সহকারির মৃত্যু হয়। রোববার (২৩ মে) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওয়াহিদ (২৪) ও রুবেল (২২)। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, আজ সকালে সোনাপাহাড় এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকামুখি পানবোঝাই পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালক ও হেলপারের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, জোরারগঞ্জ থেকে গুরুতর আহত দুইজনকে হাসপাতালে আনা হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।

বিএনএনিউজ/আমিন, আরকেসি,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ