32 C
আবহাওয়া
৯:৩১ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৫
Bnanews24.com
Home » নারী সংস্কার কমিশন বাতিল চায় ইসলামি দলগুলো

নারী সংস্কার কমিশন বাতিল চায় ইসলামি দলগুলো


বিএনএ, ডেস্ক : নারী সংস্কার কমিশন বাতিলের দাবি জানিয়েছে পাঁচটি ইসলামি দল।  এ ছাড়া প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চায় তারা। বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

নারী সংস্কার কমিশন বাতিল না হলে  কঠোর আন্দোলন করা হবে বলেও একমত হয়েছে দলগুলো।
বৈঠকে অংশ নেওয়া দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিস।

সংলাপে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি আব্দুল রব ইউসুফী, খেলাফত মজলিশের সেক্রেটারি জেনারেল ড. আহমদ আব্দুল কাদের।ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, নেজামে ইসলাম পার্টি বাংলাদেশের সহ-সভাপতি আব্দুল মাজেদ আতহারি প্রমুখ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ