32 C
আবহাওয়া
৭:৩১ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৫
Bnanews24.com
Home » বিটিভিতে চট্টগ্রামের নাগরিক সমস্যা সমাধান নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান “সবিনয় নিবেদন”

বিটিভিতে চট্টগ্রামের নাগরিক সমস্যা সমাধান নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান “সবিনয় নিবেদন”

বিটিভিতে চট্টগ্রামের নাগরিক সমস্যা সমাধান নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান "সবিনয় নিবেদন"

বিএনএ, চট্টগ্রাম: বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পর্দায় বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় দেখবেন: চট্টগ্রাম জেলা ও মহানগরের নাগরিক অধিকার, সমস্যা ও সমাধান নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান “সবিনয় নিবেদন”। অনুষ্ঠানের এবারের বিষয় হচ্ছে- চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা সমস্যা।

এ বিষয়ে কথা বলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক লেফটেনেন্ট কর্নেল মো. ফেরদৌস আহমেদ পিএসসি ও সাধারণ জনগণ।

অনুষ্ঠানে বেশ কিছু জলাবদ্ধতা সমস্যায় জর্জরিত খালের ওপর সচিত্র প্রতিবেদন দেখানো হয়েছে।

অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন নুরুল আমিন মিন্টু এবং প্রযোজনা করেছেন মো মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, এটি সম্পূর্ণ নতুন অনুষ্ঠান এবং এটাই হবে এই অনুষ্ঠানের প্রথম পর্ব। পর্যায়ক্রমে অন্যান্য সমস্যা তুলে ধরা হবে।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ