বিএনএ, চট্টগ্রাম: বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পর্দায় বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় দেখবেন: চট্টগ্রাম জেলা ও মহানগরের নাগরিক অধিকার, সমস্যা ও সমাধান নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান “সবিনয় নিবেদন”। অনুষ্ঠানের এবারের বিষয় হচ্ছে- চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা সমস্যা।
এ বিষয়ে কথা বলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক লেফটেনেন্ট কর্নেল মো. ফেরদৌস আহমেদ পিএসসি ও সাধারণ জনগণ।
অনুষ্ঠানে বেশ কিছু জলাবদ্ধতা সমস্যায় জর্জরিত খালের ওপর সচিত্র প্রতিবেদন দেখানো হয়েছে।
অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন নুরুল আমিন মিন্টু এবং প্রযোজনা করেছেন মো মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, এটি সম্পূর্ণ নতুন অনুষ্ঠান এবং এটাই হবে এই অনুষ্ঠানের প্রথম পর্ব। পর্যায়ক্রমে অন্যান্য সমস্যা তুলে ধরা হবে।
বিএনএনিউজ/ বিএম/শাম্মী