22 C
আবহাওয়া
৩:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা


বিএনএ, ঢাকা: ঈদ শেষ। এবার ফেরার পালা কর্মস্থলে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে আবার কর্মস্থল রাজধানী ঢাকায় ফিরছেন কর্মমুখী মানুষ। অনেকে স্ত্রী-সন্তানদের রেখে একাই ফিরছেন, আবার কেউ কেউ ফিরছেন সপরিবারেই। ব্যাংক-বীমা ও শেয়ারবাজারসহ সব অফিস খুলে যাওয়ায় ঢাকায় আসতে শুরু করেছে কর্মজীবী মানুষ।

রোববার (২৩ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদ ফেরত কর্মজীবীদের ফিরতে দেখা গেছে। নোয়াখালী থেকে আসা উপকূল এক্সপ্রেসের যাত্রীদের নামতে দেখা যায়।

এ সময় ঢাকা ফেরত যাত্রীদের সঙ্গে কথা বললে তারা বলেন, আগামীকাল থেকে অফিস শুরু। তাই চাইলেও বেশিদিন বাড়িতে থাকার সুযোগ নেই। ঈদে পরিবারের সঙ্গে আনন্দ শেষে ফিরতে তো খারাপ লাগছেই, কিন্তু কিছু করার নেই।

দুপুর পৌনে ১টার দিকে কমলাপুর স্টেশনে থামে ব্রহ্মপুত্র এক্সপ্রেস; ১টার দিকে জামালপুর কমিউটার ট্রেন এসে পৌঁছে। প্রতিটি ট্রেনেই সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরিরতরা ফিরেছেন। কমলাপুর রেলস্টেশনে শুধু যে মানুষ ফিরে আসছে, তা নয়। ঢাকা থেকে যাচ্ছেনও অনেকে। রবিবার ভোরে অসংখ্য যাত্রী বাড়ি যেতে স্টেশনে আসেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ কমে যায়।

ঈদ ও শবেকদর মিলিয়ে সরকারি ছুটি ছিল মাত্র পাঁচ দিন। গত বুধবার (১৯ এপ্রিল) শবেকদরের পর বৃহস্পতিবার (২০ এপ্রিল) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর শুক্রবার (২১ এপ্রিল) থেকে ঈদের ছুটি শুরু হয়। যা শেষ হচ্ছে আজ।

এদিকে, সোমবার (২৪ এপ্রিল) থেকে রমজান মাসের তৈরি শিডিউল বাদ দিয়ে আবারও পুরাতন সময়সূচি অর্থাৎ ৯টা থেকে ৪টা পর্যন্ত নিয়ম মেনে শুরু হবে অফিস।

গত ১১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে জানানো হয়, ঈদ পরবর্তী সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ