সঠিক খবর ডেস্ক : আগুন লাগা ভবন থেকে কোন এক বাসিন্দার আটকেপড়া একটি টিয়া পাখি উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করলো ফায়ার সার্ভিস। শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৩টার দিকে পুরান ঢাকার আরমানিটোলায় ছয় তলা হাজী মুসা ম্যানশনের বিভিন্ন ফ্লোরে আগুন লাগে। ধোঁয়ায় শ্বাস আটকে যাওয়া মানুষগুলোকে নিরাপদ উদ্ধারে প্রাণপণ চেষ্টায় ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা। ঠিক তখনই টিয়া পাখিটি উদ্ধার করে আরেক মানবাধিকারের আরেক নিদর্শন তারা। বিপদগ্রস্ত অবুঝ এই পাখিটির জন্য এমন মমতা সিক্ত করেছে সবাইকে।
জলন্ত আগুনে আটকেপড়া মানুষগুলোর মত অবুঝ পাখিটিকে জীবিত উদ্ধার করেছে। আর এই কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মী। উদ্ধারের পর পাখিটিও তার ভাষায় জানান দেয় জীবের প্রতি মানুষের এই মানবিকতা ও ভালোবাসার।
বিএনএনিউজ/জেবি