25 C
আবহাওয়া
১:৩৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মহারাষ্ট্রে হাসপাতালের করোনা ইউনিটে আগুন, ১৩ রোগীর মৃত্যু

মহারাষ্ট্রে হাসপাতালের করোনা ইউনিটে আগুন, ১৩ রোগীর মৃত্যু

মহারাষ্ট্রে হাসপাতালের করোনা ইউনিটে আগুন, ১৩ রোগীর মৃত্যু

বিএনএ, বিশ্ব ডেস্ক : মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুন লেগে আইসিইউতে থাকা অন্তত ১৩ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে বিরারের বিজয় বল্লভ হাসপাতালে এ ঘটনা ঘটে।

ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরে জানা গেছে, রাত ৩টার দিকে পালঘর জেলার ওই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

হাসপাতালে প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা দিলীপ শাহ জানিয়েছেন, আগুন লাগার ঘটনার সময় সেখানে প্রায় ৯০ জন রোগী ভর্তি ছিলেন। আগুনে ১৩ জন মারা গেছেন। সংকটজনক ২১ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আগুন লাগার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ