36 C
আবহাওয়া
৯:৩১ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে হাতির আক্রমণে চোরাকারবারি নিহত

ময়মনসিংহে হাতির আক্রমণে চোরাকারবারি নিহত

ময়মনসিংহে হাতির আক্রমণে চোরাকারবারি নিহত

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়ায় সীমান্ত এলাকা দিয়ে চিনি আনার সময় হাতির আক্রমনে আইনু মিয়া (৪০) নামে এক চোরাকারবারি নিহত হয়েছেন। শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঘোষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আইনু মিয়া ওই গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

ঘোষগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আ. শহিদ মিয়া বলেন, সম্প্রতি ভারত থেকে চোরাই পথে প্রতিদিনই চিনি নামছে। ঘটনার দিন সাড়ে ১২ টার দিকে সীমান্ত এলাকা দিয়ে গারো সম্প্রদায়ের লোকজন চিনির বস্তা সীমান্ত পার করে আইনু মিয়ার হাতে তুলে দেন। আইনু বাইসাইকেল দিয়ে চিনি নিয়ে ফেরার সময় হাতির সামনে পড়ে। হাতি দেখে দৌড়ে পালাতে চাইলেও শেষ রক্ষা হয়নি। হাতি শুর দিয়ে পেঁচিয়ে এক পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এতে ঘটনাস্থলেই আইনু মিয়া মারা যায়। হাতি চলে গেলে স্থানীয়রা টের পেয়ে আইনু মিয়ার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, চোরাই চিনি আনতে গিয়ে হাতির আক্রমণে পা বিচ্ছিন্ন হয়ে আইনু মিয়া মারা গেছে। তবে, পুলিশ আসছিল কিনা বিষয়টি জানা নেই।

এ বিষয়ে জানতে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নাম্বারে একাধিকবার ফোর করলেও তিন রিসিভ করেননি।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/ বিএম

Loading


শিরোনাম বিএনএ