17 C
আবহাওয়া
৮:৩০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » লিবিয়ার গণকবরে মিলল ৬৫ মরদেহ

লিবিয়ার গণকবরে মিলল ৬৫ মরদেহ

কবর

বিশ্ব ডেস্ক: অন্তত ৬৫ জন অভিবাসীর মরদেহ পাওয়া গেছে লিবিয়ার একটি গণকবরে, জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)। খবর- বিবিসি

আইওএম জানিয়েছে, এ অভিবাসীরা কীভাবে নিহত হয়েছেন এবং তাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে সম্ভবত তাদেরকে এ মরুভূমির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ভূমধ্যসাগর অঞ্চলে পাচার করার উদ্দেশ্যে। দক্ষিণ-পশ্চিম লিবিয়ায় পাওয়া এ গণকবর নিয়ে তদন্ত করছে দেশটি।

এক বিবৃতিতে আইওএম বলেছে, এ ঘটনা থেকে বোঝা যায় আইনগত উপায়ে অভিবাসন কতটা জরুরি। এই অভিবাসীদের মরদেহ সম্মানের সাথে শনাক্তকরণ এবং হস্তান্তরের ওপর জোর দিয়েছে সংস্থাটি।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করার ক্ষেত্রে মানবপাচারকারীদের বহুল ব্যবহৃত একটি পথ হলো লিবিয়া। এ মাসের শুরুর দিকেই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৬০ জন অভিবাসী নিহত হয়েছিলেন। গত বছর সারা বিশ্বে অন্তত ৮,৫৬৫ জন নিহত হয়েছেন অবৈধ উপায়ে অভিবাসন করতে গিয়ে, জানিয়েছে আইওএম।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ