34 C
আবহাওয়া
১০:২৯ পূর্বাহ্ণ - মে ৩০, ২০২৩
Bnanews24.com
Home » আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

বাংলাদেশ

বিএনএ: আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ১০২ রানের টার্গেট দেয় আয়ারল্যান্ড। এ ম্যাচে টাইগারদের কাছে ১০ উইকেটে হারে আইরিশরা। তামিম ইকবাল ৪১ বলে ৪১ ও ৩৮ বলে ৫০ রান করেন লিটন দাস।

একদিনের ম্যাচে উইকেট ব্যবধানে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। মাত্র ১৩.১ ওভারে জয়ের বন্দরে পৌছে তামিম বাহিনী। এছাড়া এ ম্যাচেই ক্যারিয়ারে প্রথমবারের মত ৫ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। ২৮.১ ওভারে ১০১ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

বৃহস্পতিবার বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাটিং বেছে নেয় সফরকারীরা।

বল হাতে মাঠে নেমে স্বাগতিকরা শুরু থেকেই আইরিশ ব্যাটসম্যানদের চেপে ধরে। দ্বিতীয় ওয়ানডে একাদশে একটি পরিবর্তন আনে স্বাগতিক বাংলাদেশ। ব্যাটার ইয়াসির আলির পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের। আয়ারল্যান্ড একাদশ অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছে।

বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ৫টি, তাসকিন আহমেদ ৩টি ও ২টি উইকেট শিকার করেন এবাদত হোসেন।

সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১৮৩ রানে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। প্রথম ওয়ানডেতে জয়ের সুবাদে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশ ও আয়ারল্যান্ড এ পর্যন্ত ১২ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে আটটিতে জিতেছে বাংলাদেশ। এর বিপরীতে দু’টিতে জয় পেয়েছে আয়ারল্যান্ড। বাকি ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বিএনএ/ এ আর

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ