17 C
আবহাওয়া
১১:১৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

ট্রেন চলাচল স্বাভাবিক

বিএনএ: প্রায় দুই ঘণ্টা পর রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মালিবাগ রেলক্রসিংয়ে সোহাগ পরিবহনের একটি বাস কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষের জেরে রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে থানার ডিউটি অফিসার এসআই মোকলেসুর রহমান। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেয়া হয়। পরে রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বুধবার (২২ মার্চ) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তিনি জানাতে পারেননি।

মতিঝিল ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোল্লা তবিবুর রহমান জানান, বাসটিতে দুজন যাত্রী ছিলেন। দুজনই আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের মাথা ফেটে গেছে।

পুলিশ জানায়, পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস সোহাগ পরিবহনের একটি এসি বাসকে ধাক্কা দেয়। এতে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। সোহাগ পরিবহনের মালিক ফারুক তালুকদার সোহেল জানান, বাসটি খালি থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ