14 C
আবহাওয়া
১১:৫৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » বাস চাপায় যুবক নিহত, চালক আটক

বাস চাপায় যুবক নিহত, চালক আটক

বাস চাপায় যুবক নিহত, চালক আটক

বিএনএ, ধামরাই : ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী দ্রুতগামী গ্রীন লাইন বাস চাপায় রবিন হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ইসমাইল (১৭) নামে আরেকজন। এ ঘটনায় ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিন মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রাম গ্রামের মো: বদর উদ্দিনের ছেলে।আহত অপরজনের নাম ইসমাইল (১৯)। সে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলী এলাকার ছফর উদ্দিনের ছেলে।

আটক বাসের চালক রাব্বি মোল্লা (৩৯) খুলনা জেলার ফুলতলা থানার দামোদর গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে মোটরসাইকেলযোগে (ঢাকা মেট্রো ল ৪৩-৩১৮০) কালামপুর থেকে বাথুলি যাচ্ছিলো ইসমাইল ও রবিন। তিনি বাথুলী বাসস্ট্যান্ডে পৌঁছলে ঢাকামুখী সেবা গ্রীন লাইনের একটি দ্রুতগতির বাসের (ঢাকা মেট্রো ব ১৫-৩৯৯২) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই রবিন হোসেন মারা যান। মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতলে ভর্তি করা হয়। এঘটনায় বাসের চালককে আটক ও বাসটি জব্দ করেছে পুলিশ।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/ ইমরান খান/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ