19 C
আবহাওয়া
৮:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » লিলকে হারিয়ে চ্যাম্পিয়ন চেলসি

লিলকে হারিয়ে চ্যাম্পিয়ন চেলসি

চেলসি

বিএনএ স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। মঙ্গলবার দিবাগত রাতে স্টামফোর্ড ব্রিজে শেষ ষোলোর প্রথম লেগে জয় পেয়েছে তারা। ফ্রান্সের ক্লাব লিলেকে হারিয়েছে ২-০ গোলে। দশ মিনিটের মধ্যে চেলসিকে লিড এনে দেন কাই হাভার্টজ। আর এক ঘণ্টার মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ান পুলিসিক।

ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে এটা চেলসির টানা পঞ্চম জয় এবং এবারও যথারীতি তারা কোনো গোল হজম করেনি। এই জয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকলো ব্লুজরা। ফিরতি লেগে লিলের মাঠে অঘটন না ঘটলে চ্যাম্পিয়ন চেলসিই যে শেষ আটে যাবে সেটা নিশ্চিত করে বলা যায়।

ঘরের মাঠে শুরু থেকেই সুযোগ তৈরি করে চলছিল চেলসি। শুরুতেই দুইটি সুযোগ মিস করেন রোমেলু লুকাকুর পরিবর্তে একাদশে আসা হাভার্টজ। তবে ৮ মিনিটের মাথায় পাওয়া সুযোগটি আর মিস করেননি। এ সময় কর্নার পায় চেলসি। কর্নার থেকে আসা বল হাকিম জিয়েচ বক্সের মধ্যে পাঠান। সেখানে ছিলেন হাভার্টজ। তিনি হেডে বল জালে পাঠান।

৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পুলিসিক। এ সময় মাঝ মাঠে বল দখলে নেন এন গলো কান্তে। তিনি বল নিয়ে সামনে এগিয়ে যান। এরপর বাড়িয়ে দেন পুলিসিককে। তিনি লিলের গোলরক্ষক লিও জার্দিমকে বোনা বানিয়ে বল জালে জড়ান। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে এগিয়ে থেকে মাঠ ছাড়ে থমাস তুখোলের শিষ্যরা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ