32 C
আবহাওয়া
৫:১১ অপরাহ্ণ - আগস্ট ১৬, ২০২৫
Bnanews24.com
Home » করোনাকালে জার্মানিতে ১ হাজার ২০০ নতুন শব্দ

করোনাকালে জার্মানিতে ১ হাজার ২০০ নতুন শব্দ


বিএনএ ডেস্ক :করোনা মহামারিকালে জার্মানির ভাষাবিদরা এক হাজার ২০০ এর বেশি নতুন শব্দ সংগ্রহ করেছেন। গত বছর মহামারিকালে জীবনধারা আমূল পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এসব শব্দের সৃষ্টি হয়েছে।

লেবিনিজ ইনিস্টিটিউট ফর দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ এই শব্দগুলো একত্রিত করেছে। সংস্থাটি অতীত ও বর্তমানের জার্মান শব্দ নথিবদ্ধ করে থাকে। এক বছরে গড়ে এক হাজার শব্দ সংগ্রহ করে থাকে প্রতিষ্ঠানটি। তবে এবার এক হাজার ২০০ এর বেশি শব্দ সংগৃহীত হয়েছে।

এই শব্দগুলোর মধ্যে করোনামুদি (কোভিড-১৯ এ ক্লান্ত) থেকে শুরু করে করোনাফ্রিসার (করোনা চুলের স্টাইল), করোনাঅ্যাংসট (ভাইরাস নিয়ে উদ্বেগ), ইমপফনিদ (যারা অন্যের টিকা দেওায় হিংসা করছে) রয়েছে।

Loading


শিরোনাম বিএনএ