28 C
আবহাওয়া
৯:৪৬ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৫
Bnanews24.com
Home » শোয়েবকে ‘খুলা’ দিয়েছে সানিয়া?

শোয়েবকে ‘খুলা’ দিয়েছে সানিয়া?

শোয়েবকে ‘খুলা’ দিয়েছে সানিয়া

।। শামীমা চৌধুরী শাম্মী ।।

আয়েশা সিদ্দিকী, টেনিস তারকা সানিয়া মির্জা, এবার সানা জাভেদ। এই নিয়ে তৃতীয়বার বিয়ে করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। ২০১০ সালে সানিয়ার সঙ্গে বিয়ে করার জন্য শোয়েব আয়েশাকে তালাক দিয়েছিলেন। এরপর বেশ কিছুদিন ধরে সানিয়ার সঙ্গে শোয়েবের দূরত্ব বাড়ার জল্পনা চলছিল। প্রশ্ন উঠেছিল দুজনের মধ্যে বিচ্ছেদ হয়েছে কি না?

শোয়েবের তৃতীয় বিয়ের পর সানিয়ার বাবা ইমরান মির্জা বলেন ডিভোর্স শোয়েব নয়, সানিয়া দিয়েছেন। তিনি বলেন এটা ‘খুলা’ ছিল। ‘খুলা’-এর অধীনে একজন মুসলিম মহিলার নিজের স্বামীকে একতরফাভাবে তালাক দেওয়ার অধিকার রয়েছে। ‘খুলা’ হওয়ার ইচ্ছা কেবল স্ত্রীরই থাকতে পারে। স্বামীর নয়। স্বাভাবিকভাবেই ইমরান মির্জার এই বক্তব্য এইমুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

‘খুলা’ হল তালাকের আরেকটি রূপ। তালাক থেকে এর একমাত্র পার্থক্য হল এটি মহিলার পক্ষ থেকে নেওয়া যেতে পারে। খুলার মাধ্যমে একজন নারী তার স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেন। তালাকের ক্ষেত্রে, পুরুষ তাঁর স্ত্রীর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে, খুলায়, স্ত্রী স্বামীর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। এ ধরনের তালাকের কথা ‘কোরান’ ও ‘হাদিসে’ও উল্লেখ আছে।

প্রসঙ্গত, সানিয়া হলেন শোয়েব মালিকের দ্বিতীয় স্ত্রী। এর আগে তিনি ভারতের আয়েশা সিদ্দিকীকে বিয়ে করেছিলেন। এরপর ২০১০ সালে ভারতীয় টেনিস তারকা সানিয়াকে বিয়ে করেন। আট বছর পর বাবা-মা হন তারা। দুজনের একটি পাঁচ বছরের ছেলে রয়েছে, নাম ইজান মির্জা মালিক। বিয়ের ১৩ বছর পর এখন দুজনেই আলাদা হয়ে গেছেন। ছেলে মায়ের কাছে থাকে। এবার পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন শোয়েব। শনিবার সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে বিষয়টি নিশ্চিতও করেছেন। এরপর থেকেই প্রশ্ন উঠছে, কে এই সানা জাভেদ?

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদ। ২৮ বছর বয়স তাঁর। এরইমধ্যে পাকিস্তানের অনেক টিভি শোতেও কাজ করেছেন নায়িকা। শোয়েব তাঁর দ্বিতীয় স্বামী। ২০২০ সালে উমাইর জাসওয়ালকে বিয়ে করেন সানা। সংসার টেকেনি। কিছুদিনেই আলাদা হয়ে যান দুজনে। পরে তাঁরা নিজ নিজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একে অপরের ছবিও মুছে দেন। এরপর দুজনের ডিভোর্সের বিষয়টি সামনে আসে। এবার ২০২৪ সালে শোয়েবের সঙ্গে বিবাহিত জীবন শুরু করলেন সানা। এরইমধ্যে বিষয়টিকে অফিসিয়াল করতে ইনস্টাগ্রামে নিজের নাম বদলে সানা শোয়েব মালিক করেছেন।

বিএনএনিউজ টুয়েন্টি ফোর/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ