বিএনএ, স্পোর্টস ডেস্ক : আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার নাহিদা আক্তার। বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার দূর্দান্ত এক বছর কাটিয়েছেন। সেটারই পুরস্কার পেয়েছেন ২৩ বছর বয়সী নাহিদা।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ২০২৩ সালের বর্ষসেরা নারী একাদশ প্রকাশ করে আইসিসি।
এতে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে। তাসমান সাগর পারের আরেক দেশ নিউজিল্যান্ড থেকে আছেন দুইজন। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে জায়গা পেয়েছেন একজন করে।
২০২৩ সালে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার নেন ২০ উইকেট, যেটি ছিল বছরের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে, বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরার পুরস্কারও পেয়েছিলেন তিনি।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে নারী দল: ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া), চামিরা আতাপাতু (শ্রীলঙ্কা), এলিস পেরি (অস্ট্রেলিয়া), আমেলিয়া খের (নিউজিল্যান্ড), বেথ মনি (উইকেটরক্ষক/অস্ট্রেলিয়া), নাট স্কাইভার ব্রান্ট (ইংল্যান্ড), অ্যাশ গার্ডনার (অস্ট্রেলিয়া), আন্নাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), নাদিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), লি তাহুহু (নিউজিল্যান্ড), নাহিদা আক্তার (বাংলাদেশ)।
বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা