27 C
আবহাওয়া
৩:২৭ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে আনসার আল ইসলামের ৫ সদস্য গ্রেফতার

রাজধানীতে আনসার আল ইসলামের ৫ সদস্য গ্রেফতার

রাজধানীতে আনসার আল ইসলামের ৫ সদস্য গ্রেফতার

বিএনএ, ঢাকা : রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। শুক্রবার রাতে সংগঠনের অন্য সদস্যেদের সঙ্গে গোপন মিটিংয়ে অংশ নিতে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- হাসিবুর রহমান ওরফে সোহেল (২৭), মোশারফ হোসেন ওরফে আতিক (১৯), রামিম হোসেন ওরফে পনির হোসেন ওরফে নাহিদুর রহমান (২২), সজিব মিয়া ওরফে খিজির (২০) ও চঞ্চল হোসেন ওরফে আব্দুল্লাহ (১৯)। তাদের কাছ থেকে সংগঠনের বিভিন্ন ধরনের ১২টি উগ্রবাদী বই, ২৩টি লিফলেট, ১৩৫টি স্ক্রীনশটসহ ৬টি মোবইল ফোনসেট জব্দ করা হয়েছে।
র‌্যাব-৪ জানিয়েছে, গ্রেপ্তার হাসিবুর রহমান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং আনসার আল ইসলামের সদস্য হিসেবে তিনি ও তার সহযোগীরা গোপনে অন্যদের উদ্ধুদ্ধকরণের জন্যে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিলেন। এছাড়াও তিনি সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে আসছিলেন এবং অনলাইনে উগ্রবাদী মতবাদ প্রচার করছিলেন।
রামিম হোসেন কলেজ শিক্ষার্থী এবং বেশ কিছু দিন ধরে আনসার আল ইসলামের সঙ্গে জড়িত থেকে তাদের নিজস্ব ইলেক্ট্রনিক গ্রুপে    বিভিন্ন সময়ে উগ্রবাদী কার্যক্রম আপলোড করেন। এছাড়া তিনি অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি, ভিডিও এবং লিফলেট প্রচার করছিলেন।
সজিব মিয়া কলেজের শিক্ষার্থী ও মোশারফ হোসেন রাজধানীর একটি সিকিউরিটি কোম্পানীতে চাকরি করতেন। দীর্ঘদিন ধরে তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থেকে অন্যদের সাথে গোপন বৈঠকের পাশাপাশি চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করছিলেন।
চঞ্চল হোসেন কলেজ শিক্ষার্থী এবং জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে তিনি ও তার সহযোগীরা গোপনে অন্যদের উদ্ধুদ্ধকরণের জন্যে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিলেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের অন্য সহোচরদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বিএনএ/এসকে, ওজি

Loading


শিরোনাম বিএনএ