বিএনএ বিশ্বডেস্ক : ব্রাজিলের একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের লাজিনহা শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। বেঁচে যাওয়া ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিনাস জেরাইসের গভর্নর রোমেউ জেমা বলেছেন, ‘আমরা চেষ্টা করছি যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই শোক কাটিয়ে উঠতে মানবিক সহায়তা পায়, বিশেষ করে বড়দিনের ঠিক আগে এই ট্র্যাজেডি সবাইকে মর্মাহত করেছে।’
উল্লেখ্য, ব্রাজিলের এই মহাসড়কটি ২০২৩ সালে ব্রাজিলের সবচেয়ে প্রাণঘাতী সড়ক ছিল, যেখানে প্রায় ৫৫৯ জনের মৃত্যু হয়।
২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
বিএনএ/ ওজি/শাম্মী